পাঁচমিশালি সবজি
উপকরণঃ
আলু – ২০০ গ্রাম
গাজর – ২০০ গ্রাম
বরবটি – ২০০ গ্রাম
ফুলকপি – ১ পিস (ছোট)
মিষ্টি কুমড়া – ২০০ গ্রাম
ছোট চিংড়ি – ২০০ গ্রাম
কাঁচা মরিচ – ৭/৮ পিস
হলুদ গুঁড়া – ১ চা চামচ
মরিচ গুঁড়া – ১/২ চা চামচ
তেল – ১ কাপ
ধনিয়া পাতা – পরিমাণ মতো
“AJI-NO-MOTO®️” – ১ চা চামচ
লবণ – পরিমাণ মতো
পেঁয়াজকুচি – ৩ পিস
র়সুন কুচি – ১ পিস
প্রণালীঃ
১. প্রথমে সব সবজিগুলো ছিলে ছোট করে কেটি নিন। পরে সবজিগুলো আলাদা আলাদা করে ধুয়ে নিন। এরপর একটি কড়াইতে তেল দিন, তেল গরম হলে পেঁয়াজ ও রসুন কুচি ১-২ মিনিট ভেঁজে নিন।
২. তারপর হলুদ ও মরিচ গুড়া দিয়ে চিংড়ি মাছের সাথে ১ কাপ পানি দিয়ে কষিয়ে নিন।পরে আলু ও গাজর দিন।
৩. আলু ও গাজর অর্ধ সিদ্ধ হয়ে গেলে বাকি সবজিগুলো দিয়ে দিন। ভালো করে মিশিয়ে নিন।
৪. কাঁচা মরিচ ও লবণ দিয়ে দিন। সর্বশেষ ধনিয়া পাতা ও “AJI-NO-MOTO®️” দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে ফেলুন।