পরিচিতি

আজিনোমতো বাংলাদেশ

আজিনোমতো বাংলাদেশ লিমিটেড (এবিএল), আজিনোমতো কোং ইনকর্পোরেটেড, জাপানের একটি সাবসিডিয়ারি এবং আজিনোমতো গ্রুপের ৩২ তম অনুমোদিত কোম্পানি। ২০১১ সালে প্রতিষ্ঠিত হয়ে এখন এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশে ব্যবসা পরিচালনা করছে। এবিএল অত্যাধুনিক ফ্যাক্টরি পরিচালনার মাধ্যমে উচ্চমানের সিজনিং বিক্রয় করে থাকে যা টঙ্গী, গাজীপুরে অবস্থিত। দৈনন্দিন জীবনের খাদ্যভাসকে মনোসোডিয়াম গ্লুটামেট (এমএসজি) এর সাহায্যে আরো সুস্বাদু করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। পাশাপাশি, অ্যামিনো অ্যাসিড প্রযুক্তির ব্যাপক ব্যাবহারের মাধ্যমে বাংলাদেশের খাদ্যাভাস এবং মানব স্বাস্থ্যে অবদান রাখা আজিনোমতো বাংলাদেশের লক্ষ্য ।    


মিশন
সাস্থজনিত সমস্যাগুলো মোকাবেলা করতে আমরা অবিরত খাদ্যে (ফলিক অ্যাসিড এবং আয়রন) প্রয়োজনীয় পুষ্টি যোগ করে উদ্ভিজ্জ এবং প্রোটিন বাড়িয়ে লবণ গ্রহণের মাত্রা কমানোর মত ধারনাগুলোর প্রস্তাবনা রাখব।

ভিশন
২০৩০ সালের মধ্যে ৪০ শতাংশ ক্রেতাদের মধ্যে “খাদ্য ও সাস্থজনিত সমস্যা সমাধানে সাহায্য করতে সক্ষম” কোম্পানি হিসেবে স্বীকৃতি প্রাপ্তি।


ভ্যালু
আমরা আমাদের পণ্যের মাধ্যমে বাংলাদেশী মানুষের মাঝে সুস্বাদ এবং আনন্দ ছড়িয়ে দেই।


সার্টিফাইড ম্যানেজমেন্ট সিস্টেম

বিএসটিআই সার্টিফিকেট

হালাল সার্টিফিকেট
ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ

দি সেন্ট্রাল ইসলামিক ফাউন্ডেশন থাইল্যান্ড

গুনগত মান পরিচালনা পদ্ধতি

পেশাগত স্বাস্থ্য এবং নিরাপত্তা পরিচালনা পদ্ধতি

Occupational Health and Safety Management Systems
Occupational Health and Safety Management Systems