ভেলপুরি
উপকরণ
ডাবলি – ৫০০ গ্রাম
পেঁয়াজকুচি – ১ কাপ
কাঁচা মরিচ – ১০/১২ টি
শুকনো মরিচ ভাজা – ৫/৬ টি
টমেটো কুচি – ২ কাপ
শসা কুচি – ৩/৪ পিস
ধনিয়া পাতা – পরিমাণমতো
মিক্স মশলা – ২ টেবিল চামচ
লবণ – পরিমাণমতো
গাজর কুচি – ১ পিস
বিট লবণ – পরিমাণমতো
চাট মশলা – ১ চা চামচ
“AJI-NO-MOTO®️”- ১ চা চামচ
তেঁতুলের টক উপকরণ:
তেতুল – ২৫০ গ্রাম
চিনি – পরিমাণমতো
শুকনো মরিচ গুঁড়া – সামান্য পরিমাণ
প্রণালী
১. প্রথমে ডাবলি গুলো ধুয়ে নিয়ে ১ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন I একটি পাত্রে পরিমাণমতো পানি ও লবণ দিয়ে ডাবলি ৩০ মিনিট ধরে সিদ্ধ করে নিন I
২. সিদ্ধ ডাবলি থেকে অতিরিক্ত পানি ঝরিয়ে নিয়ে সবগুলো উপকরণ ডাবলির সাথে মিক্স করে পুর তৈরী করে নিন I
৩. তৈরী পুরগুলো ভেলপুরির উপর দিয়ে আপনার পছন্দের শসা, গাজরকুচি, পেয়াজকুচি, টমেটো আর তেঁতুলের টক দিয়ে সাজিয়ে তৈরী করে নিন ঘরের মধ্যেই মজাদার ভেলপুরি।
তেঁতুলের টক প্রণালী:
প্রথমে তেতুল গুলো পানিতে ৩০ মিনিট ভিজিয়ে রাখুন I তেঁতুলের ক্বাথ তৈরি করে তাতে চিনি ও শুকনো মরিচ গুঁড়া ভালো করে মিক্স করে ছেঁকে নিলেই হয়ে যাবে তেঁতুলের টক।