রুই মাছের মুড়িঘণ্ট

উপকরণ :
মুগ ডাল – ৫০০ গ্রাম
এলাচ – ৩/৪ পিস
তেজপাতা – ২ পিস
গোলমরিচ – ৪ / পিস
দারুচিনি – ২ পিস
জিরা গুঁড়া – ১ চা চামচ
ধনিয়া গুঁড়া – ১ চা চামচ
মরিচ গুঁড়া – ২ টেবিল চামচ
হলুদ গুঁড়া – ১ টেবিল চামচ
আদা বাটা – ১ টেবিল চামচ
রসুন বাটা – ১ টেবিল চামচ
তেল – ১ কাপ
পেঁয়াজ কুচি – ১ কাপ
লবণ – পরিমাণমতো
কাঁচা মরিচ – ৪/৫ পিস
“AJI-NO-MOTO®️” – ১ চামচ

প্রণালীঃ

১. প্রথমে মাছের মাথা ও ডাল আলাদাভাবে ভেজে নিন। পরে ভাজা ডাল ২০ মিনিট পানিতে ভিজিয়ে রাখুন।

২. পরে একটি পাত্রে তেল দিন। তেল গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে ১-২ মিনিট ভাজুন। তারপর “AJI-NO-MOTO®️” ও কাঁচা মরিচ ছাড়া বাকি সব উপকরণ দিয়ে ভাল করে কষিয়ে নিন।

৩. কষানো হলে মাছের মাথা দিয়ে আরও ৩-৪ মিনিট রান্না করুন। পরে ভিজিয়ে রাখা ডাল দিয়ে দিন এবং পরিমাণমতো পানি দিন।

৪. মুড়ি ঘণ্ট ঘন হয়ে আসলে “AJI-NO-MOTO®️” ও কাঁচা মরিচ দিয়ে দিন। এইভাবেই হয়ে যাবে পছন্দের রুই মাছের মুড়িঘণ্ট।