ডিমের কোরমা

উপকরণ :
ডিম – ৮ পিস
পেঁয়াজ কুচি – ৩/৪ পিস
পেঁয়াজ বাটা – ১ কাপ
আদা বাটা – ১ টেবিল চামচ
রসুন বাটা – ১ টেবিল চামচ
তেল – ১ কাপ
কাঁচা মরিচ বাটা – ১ টেবিল চামচ
আস্ত কাঁচা মরিচ – ৪/৫ পিস
এলাচ – ৩/৪ পিস
দারুচিনি – ২/৩ পিস
তেজপাতা – ২ পিস
কালো গোল মরিচ – ৪/৫ পিস
জিরা – ১ চা চামচ
ঘি – ২ টেবিল চামচ
কাজু বাদাম – ২ টেবিল চামচ
লবণ – পরিমাণমতো
তরল দুধ – ১ কাপ
“AJI-NO-MOTO®️” – ১ চা চামচ

প্রণালীঃ

১. প্রথমে ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন। এরপর পরিমাণমতো লবণ দিয়ে ডিম হালকা ভেজে নিন।

২. এরপর একটি পাত্রে তেল ও ঘি দিন। তেল ও ঘি গরম হয়ে গেলে পেঁয়াজ কুচিগুলো বাদামী আকারে ভেজে নিন।

৩. এরপর “AJI-NO-MOTO®️”, দুধ ও আস্ত কাঁচা মরিচ ছাড়া সকল উপকরণ দিয়ে ভালো ভাবে কষিয়ে নিন এবং ডিমগুলো দিয়ে পরিমাণমতো পানি দিন।

৪. কোরমার ঝোল ঘন হয়ে আসলে দুধ, কাঁচা মরিচ ও “AJI-NO-MOTO®️” দিয়ে দিন। হয়ে গেল আপনার মজাদার ডিমের কোরমা।